আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটির আত্মপ্রকাশ হবে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের লক্ষ্যেই এই রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য গঠিত হচ্ছে। তিন দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। দলীয় সূত্র বলছে, আরও কয়েকটি ছোট দল ভবিষ্যতে এই জোটে যুক্ত হতে পারে।
আগে চার দলের জোট গঠনের আলোচনা চললেও লক্ষ্য ও সক্ষমতা নিয়ে মতভেদের কারণে গণ অধিকার পরিষদ এতে থাকছে না। এনসিপি ও এবি পার্টিও জোটে কিছু প্ল্যাটফর্ম যুক্ত করার বিষয়ে আপত্তি তুলেছিল। নানা আলোচনার পর আজ তিন দলের সমন্বিত জোট ঘোষণা চূড়ান্ত হয়েছে।
