ডিসেম্বরে ভারতের তিন সপ্তাহের সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি নিয়ে সিরিজের সব প্রস্তুতিও প্রায় শেষ ছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিবিকে জানিয়ে দিয়েছে, তারা এখন সিরিজ আয়োজন করতে পারছে না।
বিসিসিআই জানায়, নারী ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের পর বিশ্রাম দেওয়ার প্রয়োজন রয়েছে, বিশেষ করে ডব্লিউপিএলের আগে। তাই সিরিজটি বাতিল নয়, বরং অনির্দিষ্টকালের জন্য স্থগিত। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকও বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সিরিজ দিয়েই শুরু হওয়ার কথা ছিল নতুন আইসিসি নারী ওডিআই চ্যাম্পিয়নশিপ চক্র। বাংলাদেশ দল ১৪–১৫ ডিসেম্বর ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নারী দলের সফরের নতুন সূচি কবে ঘোষণা হবে, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
