স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে। এর আগে ১২ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার সিএমএম আদালত।
হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি করা হয় গত জুনে। অভিযোগে বলা হয়েছে, পারিবারিক বিরোধের জেরে হিরো আলম ও কয়েকজন বাদীর বাসায় ঢুকে মারধর করেন এবং তার সোনার চেইন নিয়ে যান। জামিন শর্ত ভঙ্গ করায় আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেয়।
