স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারি প্রথায় মাঠ প্রশাসন পুনর্গঠন করা হবে। শনিবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন শুরুর পাঁচ দিন আগে থেকে প্রশাসন মাঠে শক্ত অবস্থানে থাকবে এবং নির্বাচনের দিনসহ আরও তিন দিন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রাখা হয়েছে।
