আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেল ও দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর সময় পরিবারের সদস্য, বিএনপি নেতৃবৃন্দ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখেন।



