৫৪ বছরে না হওয়া কাজ এক বছরে সম্ভব নয়: রিজওয়ানা হাসান

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার খাল রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বহু বছরেও ঠিক হয়নি, তাই এক বছরে সমাধান সম্ভব নয়। কেরানিগঞ্জে জলাধার সংস্কার প্রকল্পের উদ্বোধনে তিনি বলেন, খালের ইজারা প্রকৃত মৎস্যজীবীদের হাতে পৌঁছানো জরুরি।

তিনি জানান, জেলা প্রশাসনকে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব দিতে বলা হবে। রিজওয়ানা বলেন, উন্নয়ন শুধু সেতু–সড়ক নয়, পরিবেশ রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। পলিথিন নিয়ন্ত্রণে ব্যর্থতা উল্লেখ করে তিনি পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।

দুবাইয়ে শাহরুখ খানের নামে টাওয়ার উদ্বোধন, আবেগাপ্লুত বলিউড কিং

দুবাইয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে একটি আকাশচুম্বী টাওয়ার উদ্বোধন করা হয়েছে। ১৪ নভেম্বর মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিং খান নিজে।

উদ্বোধনী বক্তব্যে শাহরুখ জানান, তাঁর মা বেঁচে থাকলে এ সম্মান দেখে খুব খুশি হতেন। রসিকতা করে তিনি বলেন, ‘ঈদের চাঁদের মতো আমি বাইরে কম আসি, কিন্তু যখন আসি—বড় কিছু হয়।’

দানিউব গ্রুপের নির্মিত ৫৫ তলা টাওয়ারে থাকবে হেলিপ্যাড ও ভবিষ্যতের এয়ার ট্যাক্সি স্টেশন। প্রবেশমুখে রাখা হবে শাহরুখের স্বাক্ষরযুক্ত বিশেষ ভাস্কর্য। অভিনেতা এটিকে নিজের জন্য “বড় সম্মান” বলে মন্তব্য করেন।

দায়িত্ব পেলে ভারতের ‘দাদাগিরি’ বন্ধে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দায়িত্ব পেলে তাঁর দল ফারাক্কা–তিস্তা ইস্যু, ন্যায্য পানি বণ্টন ও সীমান্তে হত্যার মতো বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে।

তিনি অভিযোগ করেন, বর্তমান ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। মুক্তিযুদ্ধে সহায়তার কথা স্মরণ করে ফখরুল বলেন, ভারতের উচিত ছিল বাংলাদেশের পাশে আরও বেশি দাঁড়ানো।

বিকেলে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ’ আন্দোলনের গণসমাবেশে যোগ দিতেই তাঁর চাঁপাইনবাবগঞ্জ আগমন।

নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি আওয়ামী লীগের আর নেই: প্রেস সচিব শফিকুল আলম

আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আওয়ামী লীগের তৃণমূল ভেঙে পড়ায় নির্বাচন ব্যাহত করার মতো শক্তি আর দলটির হাতে নেই।

তিনি উল্লেখ করেন, বিএনপির মনোনয়ন ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া নির্বাচনী পরিবেশের ইতিবাচক ইঙ্গিত। অপরদিকে আওয়ামী লীগের মাঠ–সংগঠনের সক্ষমতা এখন “খুবই সীমিত” বলে মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে আরও বলা হয়, পুলিশ ও প্রশাসন এখন আগের তুলনায় আরও সংগঠিত এবং দক্ষভাবে নির্বাচন পরিচালনায় প্রস্তুত, যা শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করবে।

দেশে প্রথমবার স্টেডিয়ামে আলট্রা-রান, আবেদন শুরু ১৬ নভেম্বর

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টেডিয়াম আলট্রা-রান। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ আগামী ২৫–২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে দু’দিনব্যাপী আয়োজন করবে কোস্টাল আলট্রা বাংলাদেশ, অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায়।

সময়ভিত্তিক ৩৬, ২৪, ১২ ও ৬ ঘণ্টা— চার ক্যাটাগরিতে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেবেন। দৌড়বিদরা নির্দিষ্ট সময় ধরে যত দূর দৌড়াতে পারবেন, সেটাই হবে প্রতিযোগিতার মূল লক্ষ্য।

আবেদন শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টায়, সংগঠনের ওয়েবসাইটে। ইভেন্টে সহায়তায় থাকবেন ২০০ স্বেচ্ছাসেবক।

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন, যোগ দিয়েছেন পাঁচ দেশের আলেম

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম–ওলামা। সম্মেলন চলবে দুপুর ২টা পর্যন্ত।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে দেশজুড়ে আসা মুসল্লিদের ভিড় দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যানের আশপাশে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্মেলনে পাকিস্তান, ভারত, সৌদি আরব ও মিসর থেকে আগত শীর্ষ আলেমরা বক্তব্য দিচ্ছেন। দেশের বিভিন্ন ইসলামি দলের নেতারাও উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন মাওলানা আবদুল হামিদ।

ক্ষমতায় এলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনবে বিএনপি: সালাহউদ্দিন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে।

তিনি জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সালাহউদ্দিন বলেন, রাসুল (সা.)–এর চূড়ান্ত নবুয়তের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট।

সম্মেলনে বিভিন্ন দেশের আলেমরা যোগ দেন এবং কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তুলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার অঙ্গীকার জামায়াত নেতার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। তিনি দাবি করেন, এ বিষয়ে মুসলিম বিশ্বে কোনো মতভেদ নেই।

সমাবেশে বিভিন্ন দেশের আলেমসহ বিএনপি ও ইসলামি দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম বলেন, রাসুল (সা.)–এর চূড়ান্ত নবুয়ত বিশ্বাসের ভিত্তিতেই এই অবস্থান। অনুষ্ঠানে সৌদি আরব, ভারত ও পাকিস্তানের অতিথিরাও বক্তব্য দেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করলেন শেখ হাসিনা

গত বছর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসিকে দেওয়া ইমেইল সাক্ষাৎকারে তিনি চলমান ট্রাইব্যুনালকে “ক্যাঙ্গারু কোর্ট” ও রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো বিচার বলে দাবি করেন।

তার বিরুদ্ধে বিক্ষোভ দমনে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ উঠলেও তিনি তা নাকচ করেছেন। রাষ্ট্রপক্ষ তার মৃত্যুদণ্ড চেয়েছে। হাসিনা বলেন, তিনি আইনজীবী নিয়োগের সুযোগও পাননি এবং বিচারটি পূর্বনির্ধারিত। অন্যদিকে তার সরকারের সময় নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগও তিনি অস্বীকার করেছেন।

পর্যটন সার্ভিসে ফিরল শতবর্ষী স্টিমার পি এস মাহসুদ

শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ নতুন রূপে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে। শনিবার এর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সরকার ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতিহাসসমৃদ্ধ এই স্টিমারটি সংস্কার করে পর্যটন সার্ভিসে যুক্ত করা হয়েছে। ২১ নভেম্বর থেকে প্রতি শুক্রবার ঢাকা–বরিশাল রুটে এটি নিয়মিত চলবে। স্টিমারটিতে আধুনিক কেবিন, নিরাপত্তা ব্যবস্থা, ডিজিটাল নেভিগেশন ও কম ধোঁয়া–নির্গমনকারী প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, দিনের ভ্রমণে যাত্রীরা নদীর সৌন্দর্য ও ঐতিহ্য উপভোগের সুযোগ পাবেন। পি এস মাহসুদের পাশাপাশি আরও কয়েকটি পুরোনো স্টিমার সংস্কারের পরিকল্পনাও করা হয়েছে।

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান, ৩৫ ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে পুলিশ। আজ সন্ধ্যায় এই অভিযানে অন্তত ৩৫টি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ককটেলের পাশাপাশি বোমা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, ককটেল তৈরির তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ককটেলগুলো পরে নিষ্ক্রিয় করা হবে।

স্পষ্ট ব্যাখ্যা না মিললে জুলাই সনদে সই নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সই করা স্থগিত রেখেছে। দলটি বলেছে, সনদের বাস্তবায়ন আদেশ, গণভোটের কাঠামো ও সংস্কার প্রক্রিয়া স্পষ্ট না হলে তারা সই করবে না। শুক্রবার বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে তারা এই অবস্থান জানায়।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সরকার সংকট কমানোর বদলে আরও জটিল করছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার বিষয়েও কোনো স্পষ্ট রোডম্যাপ নেই বলে তিনি দাবি করেন।

দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, সনদের বাস্তবায়ন আদেশ এখনো অস্পষ্ট। এছাড়া গণভোটের প্রশ্নগুলো রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেওয়ায় সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গণভোটে ‘না’ ভোট দিতে আহ্বান জয়নুল আবেদিন ফারুকের

নোয়াখালীতে মহিলা দলের প্রতিনিধি সভায় গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, ভোটারদের হাতে এবার দুইটি ব্যালট থাকবে—একটি দলের প্রতীকের জন্য, আরেকটি গণভোটের জন্য। গণভোটের ব্যালটে ‘না’ দিতে তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার বিকেলে নোয়াখালী-২ আসনের সেনবাগ উপজেলার ডমুরুয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় তিনি এ বক্তব্য দেন।

ফারুক অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা চক্রান্ত চলছে। তিনি বলেন, ‘কেউ বলে ভোট করবে, কেউ বলে করবে না। এখন আবার শোনা যাচ্ছে, উপ-প্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না। আগে বলা হতো পিআর না দিলে নির্বাচন করবে না, গণভোট না হলে করবে না।’

খাগড়াছড়িতে দুই চীনা নাগরিক আটক, ব্যবসায়ী পরিচয়ে নিয়েছিলেন বাসা ভাড়া

খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি আবাসিক ভবন থেকে দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার বাজার এলাকার আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন।

ওই দুই নাগরিক হলেন জিয়াং ছেংথং (২৬) ও টেং তংগু (৩১)। আটকের সময় তাঁদের থেকে মুঠোফোন, ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি যন্ত্র জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র যায়, তাঁরা দুজনই গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড় উপজেলায় আসেন। পরে কোনো নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে একটি বাসা ভাড়া নেন। বাড়ির মালিককে এ সময় তাঁরা ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন। ইলেকট্রনিক সামগ্রী আমদানি-রপ্তানি করতে খাগড়াছড়িতে এসেছেন—এমনটা বাসার মালিককে জানিয়েছেন।

Source: ProthomAlo

Scroll to Top