৫৪ বছরে না হওয়া কাজ এক বছরে সম্ভব নয়: রিজওয়ানা হাসান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার খাল রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বহু বছরেও ঠিক হয়নি, তাই এক বছরে সমাধান সম্ভব নয়। কেরানিগঞ্জে জলাধার সংস্কার প্রকল্পের উদ্বোধনে তিনি বলেন, খালের ইজারা প্রকৃত মৎস্যজীবীদের হাতে পৌঁছানো জরুরি।
তিনি জানান, জেলা প্রশাসনকে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব দিতে বলা হবে। রিজওয়ানা বলেন, উন্নয়ন শুধু সেতু–সড়ক নয়, পরিবেশ রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। পলিথিন নিয়ন্ত্রণে ব্যর্থতা উল্লেখ করে তিনি পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।










