শান্তিচুক্তির এক মাসেই আবারও ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্স ল্যাব–ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। আধিপত্য বিস্তার ও স্লেজিং–বুলিংকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল থেকে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ও আরও দুটি গাড়ি ভাঙচুর হয়।

পুলিশ জানায়, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উত্তেজনা চলতে থাকে। পরে কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ছাত্রদের কলেজে পাঠানো হয়।

ঠিক এক মাস আগে দুই কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট থানার মধ্যস্থতায় ‘ভাই–ভাই’ বলে শান্তিচুক্তি করেছিল। কিন্তু অঙ্গীকার টেকেনি। গত এক বছরে দুই কলেজসহ সিটি কলেজের শিক্ষার্থীরা ১৫ বারের বেশি সংঘর্ষে জড়িয়েছে।

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো উপকূলে সোমবার সন্ধ্যায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ভূমিকম্পটি ঘটে। উৎপত্তিস্থল ছিল ৩২ মাইল গভীরে, উপকেন্দ্র হোক্কাইডোর উপকূলের বাইরে। এর আগে গত ৯ নভেম্বরও উত্তর জাপানে শক্তিশালী ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করায় দেশটি ঘন ঘন ভূমিকম্পে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।

ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তা, বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও বরিশাল–৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তা ও অবাঞ্ছিত ঘোষণার ঘটনা ঘটেছে। রোববার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর স্থানীয় বিএনপি ও ছাত্রদলের একাংশের নেতা–কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।

সাংবাদিকদের কাছে ফুয়াদ দাবি করেন, সেতুর ঠিকাদারি কাজে স্থানীয় কিছু লোক ‘চাঁদা দাবি’ করেছেন—এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা তাঁকে ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় নেতা–কর্মীরা তাঁকে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফুয়াদের বক্তব্য বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করেছে। তবে এবি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীদের উসকানির ফল। দলটি হামলা ও হেনস্তার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরে ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সদ্য বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি দাবি করেছেন, হাইকোর্ট বলেছে তাঁর উদ্যোগ অসাংবিধানিক নয় এবং কোনো শক্তিই এ মসজিদ নির্মাণ ঠেকাতে পারবে না।

কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়, মোতায়েন থাকে র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতৃত্ব এই পদক্ষেপকে ধর্মীয় বিভাজন বলে সমালোচনা করেছে এবং দল সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বলে জানিয়েছে। বিজেপি ও কংগ্রেসও রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।

হুমায়ুন কবীর জানান, শুধু মসজিদ নয়, একই প্রকল্পে হাসপাতাল, মেডিকেল কলেজ, হোটেল ও পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রায় ৩০০ কোটি টাকার এই প্রকল্পে এক ব্যবসায়ী ৮০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও তিনি দাবি করেন। ২০২৬ সালের নির্বাচনের আগে বিষয়টি রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে।

ঢাকায় অটোরিকশায় জিপিএস, সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ কিমি নির্ধারণের উদ্যোগ

ঢাকার সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন প্রবিধান চূড়ান্ত করেছে সরকার। এ অনুযায়ী এসব অটোরিকশায় জিপিএস বসানো হবে এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ কিলোমিটারে সীমিত রাখা হবে। নির্ধারিত জোনের বাইরে অটোরিকশা যেতে পারবে না; গতি বা সীমানা অতিক্রম করলে ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

তিন চাকার এ স্বল্পগতির রিকশার নিবন্ধন দেবে সিটি করপোরেশন, এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি রিকশার মালিক হওয়া যাবে। বুয়েটসহ চারটি প্রতিষ্ঠান ডিজাইন নির্ধারণ করবে। চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স ও স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে দুই সিটি করপোরেশনের চারটি এলাকায় এ ব্যবস্থা চালু করে পরে ধাপে ধাপে বিস্তার করা হবে।

Scroll to Top